Dronacharya award 2021: দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত বঙ্গসন্তান তপন পাণিগ্রাহী

শনিবার রাষ্ট্রপতি  ভবন থেকে রাষ্ট্রপতি সাঁতারের কোচ মহিষাদলের তপন  পাণিগ্রাহীকে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করেন। ভারত সরকারের দেওয়া ‘দ্রোণাচার্য ’ পুরস্কার পেয়েছেন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাসিন্দা তপন পানিগ্রাহী।

Share this Video

শনিবার রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতি সাঁতারের কোচ মহিষাদলের তপন পাণিগ্রাহীকে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করেন। ভারত সরকারের দেওয়া ‘দ্রোণাচার্য ’ পুরস্কার পেয়েছেন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাসিন্দা তপন কুমার পানিগ্রাহী। এই পুরস্কার পাওয়ায় খুশি ক্রীড়া মহল, খুশি মহিষাদলবাসীও। তপনবাবু মহিষাদল রাজ হাইস্কুলে পড়াকালিন স্কুল সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন, সালটা তখন ১৯৭৪। সেই যে সাফল্য, তারপর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। রাজ্য এবং এবং জাতীয় স্তরে বহু সাফল্য অর্জন করেছেন তিনি। বাড়ির পুকুর থেকেই তার সাঁতার শুরু, তারপর মহিষাদল রাজ হাইস্কুলের পুকুরে প্রশিক্ষণ এবং হিজলি টাইডাল ক্যানেলেও তিনি প্রশিক্ষণ করতেন। ১৯৯১ সালে স্পোর্টস অথোরিটি অফ ইণ্ডিয়ার গুজরাটের গান্ধীনগর কমপ্লেক্সে সাঁতার প্রশিক্ষক হিসেবে যোগ দেন তিনি। পরে সংস্থার দিল্লি এবং মহারাষ্ট্রের পঞ্চভেলি সাই কমপ্লেক্সে সাঁতার প্রশিক্ষক হিসেবে ছিলেন। ২০০৪ সালে স্পোর্টস অথোরিটি অফ ইণ্ডিয়ার সেরা কোচ পুরস্কার পান তিনি। ২০১২ সালে মহারাষ্ট্র সরকারের ছত্রপতি শিবাজী পুরস্কার, ২০১৮ সালে ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইণ্ডিয়ার বেস্ট কোচ পুরস্কার পান তিনি। শনিবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি তাঁর হাতে তুলে দেন দ্রোণাচার্য পুরস্কার। তাঁর এই প্রাপ্তিতে খুশি তাঁর পরিবার পরিজনরা।

Related Video