শুধু বিজেপি নয়, সমস্যায় তাদের বন্ধু-ও, বিদ্রোহের মুখে চৌটালা

বেজায় সমস্যায় পড়লেন জননায়ক জনতা পার্টির প্রধান দুষ্যন্ত চৌটালা। গত অক্টোবরে হরিয়ানার বিধানসবা নির্বাচনের ফল ত্রিশঙ্কু হওয়ার পর তিনিই অবতীর্ণ হয়েছিলেন কিংমেকার হিসেবে। প্রথম থেকে বিজেপি বিরোধী শিবিরে থেকেও শেষ পর্যন্ত তিনি গেরুয়া শিবিরেই যোগ দেন। তাঁর সহায়তাতেই সরকার গঠন করে বিজেপি। কিন্তু এখন তাঁর দলের এক বিশিষ্ট নেতাই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। বুধবার  আচমকাই দলের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক রামকুমার গৌতম। কী নিয়ে তাঁর অসন্তুষ্টি, দেখে নেওয়া যাক।

 

/ Updated: Dec 27 2019, 04:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বেজায় সমস্যায় পড়লেন জননায়ক জনতা পার্টির প্রধান দুষ্যন্ত চৌটালা। গত অক্টোবরে হরিয়ানার বিধানসবা নির্বাচনের ফল ত্রিশঙ্কু হওয়ার পর তিনিই অবতীর্ণ হয়েছিলেন কিংমেকার হিসেবে। প্রথম থেকে বিজেপি বিরোধী শিবিরে থেকেও শেষ পর্যন্ত তিনি গেরুয়া শিবিরেই যোগ দেন। তাঁর সহায়তাতেই সরকার গঠন করে বিজেপি। কিন্তু এখন তাঁর দলের এক বিশিষ্ট নেতাই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। বুধবার  আচমকাই দলের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক রামকুমার গৌতম। কী নিয়ে তাঁর অসন্তুষ্টি, দেখে নেওয়া যাক।