বহু প্রতীক্ষিত অটল সেতু উদ্ধোবনে প্রধানমন্ত্রী মোদী, গুজরাটের আমেদাবাদের সরবমতী নদীর ওপর এই সেতু

বহু প্রতীক্ষিত অটল সেতু উদ্ধোবনে প্রধানমন্ত্রী মোদী। গুজরাটের আমেদাবাদের সরবমতী নদীর ওপর এই সেতু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অটল সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি গোটা সেতু পরিদর্শন করেন। ৩০০ মিটার লম্বা সবরমতি নদীর ওপর অটল সেতু দিয়ে কোনও গাড়ি চলবে না। এটি শুধুমাত্র পথচারীরাই ব্যবহার করতে পারবেন। এদিন এক ভাষণে খাদির উপকারিতা তুলে ধরেন। খাদির পুনরুজ্জীবন প্রক্রিয়ায় নারীদের অবদানের কথাও স্বীকার করেছেন প্রধানমন্ত্রী।

Share this Video

বহু প্রতীক্ষিত অটল সেতু উদ্ধোবনে প্রধানমন্ত্রী মোদী। গুজরাটের আমেদাবাদের সরবমতী নদীর ওপর এই সেতু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অটল সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি গোটা সেতু পরিদর্শন করেন। ৩০০ মিটার লম্বা সবরমতি নদীর ওপর অটল সেতু দিয়ে কোনও গাড়ি চলবে না। এটি শুধুমাত্র পথচারীরাই ব্যবহার করতে পারবেন। এদিন এক ভাষণে খাদির উপকারিতা তুলে ধরেন। খাদির পুনরুজ্জীবন প্রক্রিয়ায় নারীদের অবদানের কথাও স্বীকার করেছেন প্রধানমন্ত্রী।

Related Video