মৃত্যু নিশ্চিত ছিল, শেষ মুহূর্তে প্রাণ বাঁচল 'মানুষখেকো' রয়্যাল বেঙ্গলের, দেখুন ভিডিও

  • কর্ণাটকের বন্দিপুরের ঘটনা
  • বন্দি করা হল 'মানুষখেকো' রয়্যাল বেঙ্গল টাইগারকে
/ Updated: Oct 13 2019, 10:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রাণে মারার সিদ্ধান্ত হয়েই গিয়েছিল। শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যাঘ্র প্রেমীদের উদ্য়োগে প্রাণে বাঁচল কর্ণাটকের 'মানুষখেকো' রয়্যাল বেঙ্গল টাইগারের। বন্দিপুরের সংরক্ষিত অরণ্য থেকে এ দিনই আটক করা হয়েছে বাঘটিকে। বন্দিপুরের এই বাঘটি গত দু' মাসে দু' জন গ্রামবাসীকে হত্যা করে বলে অভিযোগ। শুধু তাই নয়, এক ডজনেরও বেশি গবাদি পশুকে তুলে নিয়ে যায় সে। গত মঙ্গলবার এক বৃদ্ধকে হত্যার পরই ওই বাঘটিকে গুলি করে মারার সিদ্ধান্ত নেয় কর্ণাটকের বন দফতর।

 বিষয়টি জানতে পেরেই  বাঘটির প্রাণ বাঁচাতে উদ্যোগী হয় দু'টি স্বেচ্ছাসেবী সংস্থা। যোগাযোগ করা হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ মানেকা গাঁধীর সঙ্গেও। এর পরেই বাঘ হত্যার সিদ্ধান্ত বদলে তাকে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাঘ্র প্রেমীদের অভিযোগ ছিল, মানুষ খেকো হিসেবে ঘোষণা করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা উচিত, তার কিছুই এ ক্ষেত্রে করা হয়নি। পরিবেশপ্রেমীদের চাপে পড়ে শেষ পর্যন্ত বাঘটিকে প্রাণে না মেরে এ দিন ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়। বাঘ সংরক্ষণের সঙ্গে যুক্ত সাগ্নিক সেনগুপ্ত বলেন, 'প্রথমত ওকে মানুষখেকো বলাই ঠিক নয়। দ্বিতীয়ত ওই অঞ্চলের বাঘ সুন্দরবনের মতো স্বভাবগতভাবে মানুষখেকো হয়না। ভয় পেয়েই বাঘটি মানুষের পরে আক্রমণ করেছে। প্রথমে তাকে জঙ্গলের ভিতরে পাঠানোর চেষ্টা করতে হবে। তা না হলে ধরে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা উচিত।'