নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর

  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • বিশ্বের কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • এক নজরে বিশ্বের কিছু বড় খবর  
     

/ Updated: Dec 14 2020, 01:10 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 রবিবার বিকেলে গুলি চালান হল নিউইয়র্কের এক গানম্যানের ওপর। নিউ ইয়র্ক সিটির ক্যাথিড্রাল চার্চ সেন্ট জন দ্য ডিভাইনের সামনে এক বন্দুকধারী প্রথমে গুলি চালায় পুলিশের ওপর। এরপরেই তার ওপর গুলি চালাতে শুরু করে সেখানকার পুলিশ। পরে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানা গিয়েছে। ওই ব্যক্তি বহু অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বলে জানাযাচ্ছে। আগামি চার মাস করোনা নিয়ে সতর্ক থাকার বার্তা দিলেন বিল গেটস। মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের করোনা টিকার বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন আগামি দিনে করোনা মহামারির সবথেকে খারাপ সময় আসতে চলেছে। আর সেই কথা মাথায় রেখে মানুষের মনবল বাড়াতে করোনা ভ্যাক্সিন প্রয়োগের কথাও তিনি জানিয়েছেন। এবার কনাডায় পৌঁছে গেল বায়োএনটেক -এর করোনা টিকা ফাইজার। রবিবার কানাডায় প্রথম পৌঁছাল এই টিকা, এমনটাই জানিয়েছে সেখানকার প্রধানমন্ত্রী জ্যাস্টিন ট্রুডেউ। রবিবার টুইট করে তিনি এই কথা জানিয়েছেন। ব্রিটেনের পর পশ্চিমের দেশ গুলির মধ্যে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রেই এই টিকা প্রথম পৌঁছল। এবার জর্মানিতে বড়দিন কাটবে লকডাউনেই। বড়দিনের সময় কঠোর লকডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির প্রশাসন। আগামি বুধবার থেকেই সেখানে অপ্রয়োজনীয় সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন। সেই সঙ্গেই বন্ধ থাকবে সেখানকার স্কুল গুলিও। নতুন করে এই লকডাউন ১৬ ডিসেম্বর থেকে শুরু করে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। সাইকেল আরোহীদের কথা মাথায় রেখে এবার ঢাকায় তৈরি হল সাইকেল লেন। পিচের রাস্তার ওপর সাদা, হলুদ আর নীল রঙের প্রলেপ। আর সেই জায়গাটা শুধুই সাইকেল আরোহীদের জন্য বরাদ্দ। বেশ কিছুদিন ধরেই সেখানে চলছিল এই কাজ, অবশেষে তা সম্পন্ন হল। এই নতুন ব্যবস্থায় হাসি ফুটেছে সেখানকার সাইকেল আরোহীদের মুখে।