সৌরভের জন্য ব্যাট ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আইসিসিতে সৌরভের নাম না পাঠানোয় তোপ মুখ্যমন্ত্রীর

আবারও কেন্দ্রের বিরুদ্ধে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য ব্যাট হাতে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই থেকে সরিয়ে দেওয়া নিয়ে তিনি যেমন সমালোচনা করেছিলেন  ঠিক তেমনই সুর চড়ালেন তাঁর নাম আইসিসির চেয়ারম্যান পদে না পাঠানোর জন্য।

Share this Video

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্য়ায় উত্তরবঙ্গে সফর সেরে কলকাতায় ফেরেন। সেই সময়ই তাঁকে সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্যুতে প্রশ্ন করা হয়। আবারও কেন্দ্রের বিরুদ্ধে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য ব্যাট হাতে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই থেকে সরিয়ে দেওয়া নিয়ে তিনি যেমন সমালোচনা করেছিলেন ঠিক তেমনই সুর চড়ালেন তাঁর নাম আইসিসির চেয়ারম্যান পদে না পাঠানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসিতে পাঠানো উচিৎ ছিল। সৌরভ আইসিসিতে যাওয়ার যোগ্য।' এখানেই শেষ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, সৌরভকে পাঠালে দেশের গর্ব আরও বাড়ত। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার আইসিসিতে গিয়েছিলেন। তারপরই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, 'কোন অজ্ঞাত কারণে সৌরভকে বঞ্চিত করা হল?' | সৌরভ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নাম না করে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহকে 

Related Video