এসএসসি চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধমার

এসএসসি চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান। চাকরির দাবিতে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধমার কলেজস্ট্রিটে। ৩০০ জন বিক্ষোভকারী একসঙ্গে বিক্ষোভ দেখান। পুলিশ এই অভিযানে বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। সেখান থেকে ৩০ জনকে আটক করে পুলিশ।

/ Updated: Mar 03 2022, 04:32 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এসএসসি চাকরিপ্রার্থীদের (SSC job seekers) নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। চাকরির দাবিতে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধমার কলেজস্ট্রিটে। চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা। প্রায় ৩০০ জন বিক্ষোভকারী একসঙ্গে বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ এই অভিযানে বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে সেখানে। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সেখান থেকে ৩০ জনকে আটক করে পুলিশ। কিছু সময়ের জন্য অগ্নিগর্ভ হয়ে উঠল কলেজস্ট্রিট চত্বর। প্রসঙ্গত, ববৃহস্পতিবার এসএসসি চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে নবান্ন অভিযান এর ডাক দেয়, সেখানে প্রায় ৩০০ বিক্ষোভকারী বিক্ষোভ দেখাতে শুরু করে। এর ফলে পুলিশও প্রতিহত করার চেষ্টা শুরু করে। বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা শুরু হয়। প্রবল উত্তেজনা, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয় সেখানে। আর এই বিক্ষোভের মধ্যেই ৩০ জন এসএসসি কর্মীকে আটক করে লালবাজার নিয়ে যায় পুলিশ।