'নারী কেন, উনি তো বাঘিনী', মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ-এর
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষ-এর। 'নারী কেন, উনি তো বাঘিনী', বললেন দিলীপ ঘোষ। উত্তরপ্রদেশে গিয়ে মমতা নারী হয়ে গেলেন, প্রশ্ন দিলীপ-এর। এছাড়াও পুরভোটের ফল নিয়ে একাধিক মন্তব্য দিলীপ ঘোষ-এর। 'এই রাজনীতি দিয়ে বাংলা দখল করা যাবে, কোনও উন্নতি হবে না'। বিজেপি দ্বিতীয় স্থানেই রয়েছে, বললেন দিলীপ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষ-এর। 'নারী কেন, উনি তো বাঘিনী', বললেন দিলীপ ঘোষ। উত্তরপ্রদেশে গিয়ে মমতা নারী হয়ে গেলেন, প্রশ্ন দিলীপ-এর। এছাড়াও পুরভোটের ফল নিয়ে একাধিক মন্তব্য দিলীপ ঘোষ-এর। 'এই রাজনীতি দিয়ে বাংলা দখল করা যাবে, কোনও উন্নতি হবে না'। বিজেপি দ্বিতীয় স্থানেই রয়েছে, বললেন দিলীপ। এছাড়াও দিলীপ ঘোষ বলেন, বিজেপি কোথাও ছিল না। গত লোকসভা বিধানসভায় এসেছে। পুলিশ দিয়ে জোর করে পুরসভা জিতেছে. ভোট করতে দিচ্ছে না। এই রাজনীতি নিয়ে হয়ত বাংলা দখল করা যাবে বাংলার উন্নয়ন কখনও করা যাবে না। পৌরসভায় বামেদের দ্বিতীয়স্থান দখল নিয়ে দিলীপ ঘোষ বলেন, আগে বামেদের দখলে কটা পুরসভা ছিল এখন কটা আছে। বামেরা দ্বিতীয় কেন প্রথম ছিল। এবারের যে ভোট করা হয়েছে সেখানে বামেদের দ্বিতীয় করা হয়েছে। এখন সিপিআইএম-এর যা পরিস্থিতি তাদেরকে ওষুধ খাইয়েও কিছু করা যাচ্ছে না। যেটা তৃণমূল চাইছে বাম দ্বিতীয় স্থানে থাকুক। আসলে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে বলতেও শোনা যায় তাঁকে।