এবার ব্যাঙ্ক কর্মীর একাউন্ট থেকেই গায়েব ৭ লক্ষ টাকা,অবশেষে শ্রীঘরে এক যুবক

ব্যাঙ্কে আর টি জি এস করতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়া গেল ব্যাঙ্ক কর্মীর, বিধাননগর সাইবার ক্রাইম থানার চেষ্টায় গ্রেফতার এক

Share this Video

২০২১ সালে ব্যাঙ্ক কর্মী সুদেষ্ণা সিনহা আর টি জি এস করতে চায় | সেই মত সে একটি কাস্টমার কেয়ার সেন্টারের নম্বর পান | তাকে একটি পি এন বি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে বলা হয় ওই কাস্টমার কেয়ার থেকে | তবে টাকা ট্রান্সফার করতে গিয়ে খোয়া যায় ৭লক্ষ ৩২ হাজার টাকা | এরপর সুদেষ্ণা সিনহা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে | তদন্তের সূত্র ধরে বিহারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ | সেখান থেকে রাকেশ কুমার পোদ্দারকে গ্রেফতার করে পুলিশ | 

Related Video