এনআরসি-সিএএ বিরোধিতা নিয়ে বাম-কংগ্রেসকে কটাক্ষ পার্থর, বললেন 'ঘোলা জলে মাছ ধরছে'


এনআরসি ও সিএএ নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে বাম-কংগ্রেস। এবার কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন এনআরসি ও সিএএ নিয়ে প্রথম থেকে বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাগরিকত্ব আইন বাংলায় কোনওভাবেই লাগু হবে না বলে জানিয়ে দেন তিনি। 

/ Updated: Jan 18 2020, 12:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এনআরসি ও সিএএ নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে বাম-কংগ্রেস। এবার কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন এনআরসি ও সিএএ নিয়ে প্রথম থেকে বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাগরিকত্ব আইন বাংলায় কোনওভাবেই লাগু হবে না বলে জানিয়ে দেন তিনি। দিলীপ ঘোষের ফের বিজেপির রাজ্য সভাপতি হওয়া নিয়েও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। বলেন সিবিআই ও ইডি-কে ব্যবহার করে বিজেপি তৃণমূল নেতা-নেত্রীদের উপরে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার চেষ্টা করছে।