বাজারে একগুচ্ছ নতুন ফোন, জানুন আজকের প্রযুক্তি দুনিয়ার হাল হকিকত

  • টেলনলজি দুনিয়ার হাল হকিকত
  • বাজারে নতুন কী জেনেই ফোন কিনুন
  • কোন জিনিসের দাম কত
  • বাজারে এল চার লক্ষ টাকার ফোন

Share this Video

বাজারে এলো নতুন একাধিক নতুন ফোন। আজ ভারতের বাজারে ভিভো নতুন ফোন প্রকাশ্যে নিয়ে এল। যার বিশেষ কিছু পার্থক্য রয়েছে এই ফোনেরই অন্যান্য মডেলের থেকে। রেড মি-র নতুন ফেন বাজারে আসার খবর জানানো হল ফোন লঞ্চের অনুষ্ঠানেই। দামি ফোন কেনার কথা যাদের মাথায় এসেছে তারা অবশ্যই এই ফোনটার জন্য অপেক্ষা করবেন। কারণ এটির দাম নির্ধারিত করা হয়েছে চার লক্ষ টাকা।

নোকিয়ার নতুন ফোন এবার পাওয়া যাবে দোকানেও। এতদিন তা মিলছিল কেবল অনলাইনে। বর্তমানে সেই ফোন নতুন ধরনের ক্যামেরার সঙ্গে বাজারে আসতে চলেছে। 

Related Video