দিঘায় শুরু হল সি ফুড ফেস্টিভ্যাল, হাজির রয়েছে ১৮০ রকমের সামুদ্রিক মাছ


প্রতিবারের মত এবারও দিঘা মোহনায় শুরু হয়ে গেল সি ফুড ফেস্টিভ্যাল ও প্রদর্শনী। দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স আয়োজিত এই উৎসবে ৩৭ রকমের মাছের পদ চেখে দেখতে পারবেন পর্যটকরা। পাশাপাশি পরিচয় করা যাবে ১৮০ রকমের সামুদ্রিক মাছের সঙ্গে। 

/ Updated: Jan 17 2020, 03:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


প্রতিবারের মত এবারও দিঘা মোহনায় শুরু হয়ে গেল সি ফুড ফেস্টিভ্যাল ও প্রদর্শনী। দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স আয়োজিত এই উৎসবে ৩৭ রকমের মাছের পদ চেখে দেখতে পারবেন পর্যটকরা। পাশাপাশি পরিচয় করা যাবে ১৮০ রকমের সামুদ্রিক মাছের সঙ্গে। বাজার চলতি রেস্তোরাঁর চেয়ে অনেক কম খরচে এখানে মিলছে প্রণ পকোড়া, ইলিশ ভাজা, ইলিশ পাতুড়ি, পমফ্রেট ফ্রাই, মশলা কাঁকড়ার মতো নানা মাছের পদ। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিনউ উপচে পড়ছে ভিড়।  শীতে দিঘায় ঘুড়তে আসা পর্যটকদের কাছে এই সি ফুড ফেস্টিভ্যাল বাড়তি পাওনা তা বলাই বাহুল্য।