চোখের সামনে দেড় বছরের সন্তানের মৃত্যু, আন্দোলনের দিকে উঠল আঙুল

  • রাজ্য জুড়ে চিকিৎসায় অচলাবস্থা
  • প্রাণ গেল আরও শিশু-র 
  • ঘটনাটি মালবাজার হাসপাতালে
  • কাঠগড়ায় চিকিৎসকদের আন্দোলন 

/ Updated: Jun 17 2019, 04:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের মাঝেই ফের ঘটল শিশু মৃত্য়ুর ঘটনা। এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রাণ গেল দেড় বছরের শিশুর। এই মর্মান্তিক মৃত্যুতে শিশুটির বাবা ও মা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দিকেই আঙুল তুলেছেন। অভিযোগ রবিবার চালসার মেটালির বাসিন্দা করমা মাহালি তার দেড় বছরের শিশু দেবাংশ মাহালি-কে মালবাজার হাসপাতালে ভর্তি করান। সেখানে বহির্বিভাগ বন্ধ থাকায় রাত ১১ টায় দেবাংশ-কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ ভোর ছয়টার সময় শিশুটি মারা যায়। ভর্তি হওয়ার পর থেকেই দেবাংশকে কোনও চিকিৎসক এসে দেখে যায়নি বলেই অভিযোগ। শোকস্তব্ধ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, 'এটা হাসপাতাল নয় এটা একটা জঙ্গল। এখানে ডাক্তারদের কর্মবিরতি এর ফলে শুধু আমাদের ছেলে নয়, অনেকেই মারা যাচ্ছে।'