কোভিড বিধি মেনেই ফের খুলছে বেলুড় মঠ, ঘোষণা মঠ কর্তৃপক্ষের

২৩ শে ফেব্রুয়ারি (23rd February) থেকে ফের খুলছে বেলুড় মঠ (Belur Math), প্রবেশের ক্ষেত্রে থাকবে কড়া কোভিড বিধি নিষেধ (Covid Rule)। করোনা বিধি মেনে মঠে দর্শনার্থীদের (Devotees) প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ তবে কমিউনিটি কিচেন (Community Kitchen) আপাতত চালু হচ্ছে না

Share this Video

বুধবার অর্থাৎ ২৩ শে ফেব্রুয়ারি থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বেলুড় মঠ। সকালে ৭টা থেকে ১১টা পর্যন্ত ও বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মঠ সূত্রে জানা গিয়েছে, আগের মত কোভিড বিধিনিষেধ মেনেই দর্শনার্থী ও ভক্তদের মঠে প্রবেশ করতে পারবেন। তবে বেলুড় মঠ খোলা হলেও মঠের কমিউনিটি কিচেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর আবার মঠ খোলার খবরে স্বভাবতই খুশি বেলুড় মঠের ভক্তরা। বেলুড় মঠের তরফ থেকে ফের মঠ চালু করার সিদ্ধান্তের কথা জানান হল শুক্রবার। করোনা পরিস্থিতির কারণে গত চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বন্ধ রয়েছে বেলুড় মঠ। শুধু গুরু পূর্ণিমার দিন একদিনের জন্য ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মঠের দরজা।

Related Video