কেস্টার ভাই বিজেপি-তে, ভাই থাকার কথা অস্বীকার অনুব্রতর

  • লোকসভা নির্বাচনের আগে থেকেই গুঞ্জন ছিল 
  • এবার সত্যি সত্যি বিজেপি-তে পা রাখলেন অনুব্রতর ভাই 
  • বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল গত কয়েক বছর ধরেই একটা নাম
  • অনুব্রত মণ্ডলের ত্রাসে তটস্থ থাকেন বিরোধী দলের নেতারাও
  •  

/ Updated: Jun 27 2019, 09:09 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তৃণমূল কংগ্রেস ছেড়ে অবশেষে বিজেপি-তে যোগ দিলেন সুমিতরঞ্জন মণ্ডল। এই যোগদান নিয়ে বীরভূম জেলার রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ সুমিতরঞ্জন সম্পর্কে অনুব্রত মণ্ডলের তুতো ভাই। যদিও, সংবাদমাধ্যমের সামনে অনুব্রত-কে নিয়ে কোনও মন্তব্য করেননি সুমিত। অনুব্রত প্রসঙ্গে জানিয়েছেন মাত্র দুটি শব্দ- আত্মীয় এবং দাদা। তা হঠাত বিজেপি-তে কেন? এমন প্রশ্ন শুনে সুমিত শুনিয়েছেন নরেন্দ্র মোদীর আদর্শে তাঁর অনুপ্রাণিত হওয়ার কথা। তাঁর মতে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এক নতুন পথে এগিয়ে চলেছে। যদিও, সুমিত বলে তাঁর কোনও তুতো ভাই আছে তা মানতে অস্বীকার করেছেন অনুব্রত। তাঁর সাফ কথা, তাঁর বাবা-র কোনও ভাই রয়েছে এবং তাঁর ছেলে আছে সেটা তিনি জানেন না।