কলার ধরে মারধর, ভরা রাস্তায় সিভিক ভলেন্টিয়ারকে পেটাল টোটো চালক

নন্দীগ্রাম বাজারে ঢোকার মুখে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার এর সঙ্গে এক টোটো যাত্রীর ব্যাপক বচসা বাঁধে। সেই বচসা গড়ায় হাতাহাতিতে।

Share this Video

নন্দীগ্রামে সিভিক ভলেন্টিয়ারকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল। রবিবার নন্দীগ্রাম বাজারে ঢোকার মুখে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার এর সঙ্গে এক টোটো যাত্রীর ব্যাপক বচসা বাঁধে। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। আর তারপর অভিযুক্ত যাত্রী রাস্তার ওপরেই প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ার এর কলার ধরে তাকে ব্যাপক মারধর করে। এই ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রাম বাজার এলাকায়।

যদিও অভিযুক্ত ওই যুবক এবং টোটো চালককে অবশেষে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ। জানা যায়, অভিযুক্ত যুবক বিপ্লব মাইতি কলকাতা থেকে নন্দীগ্রামে তাঁর কাকার বাড়িতে এসেছেন। এদিন বাস থেকে নেমেই তিনি টোটো করে নন্দীগ্রাম বাজারের ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় সিভিক এক ভলেন্টিয়ার তাকে বাধা দেয়। তারপরেই শুরু হয়ে ঝামেলা।

Related Video