ভাটপাড়ায় ডিজি, মাইকিং করে সতর্ক করা হল স্থানীয় বাসিন্দাদের

  • সকাল থেকেই রণক্ষেত্র ভাটপাড়া, জগদ্দল এলাকা
  • গুলি, বোমার লড়াইয়ের মাঝে মৃত অন্তত তিন
  • এলাকায় দুষ্কৃতী তাণ্ডবে নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি

/ Updated: Jun 20 2019, 08:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাটপাড়ায় হিংসা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তাঁর সঙ্গে বিভিন্ন উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। বুধবার ভাটপাড়ায় নতুন থানার উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এ দিন সকাল থেকে বোমা- গুলির লড়াইতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ভাটপাড়া। গোটা এলাকায় চলতে থাকে দুষ্কৃতী তাণ্ডব। সংখ্যায় কম থাকায় প্রথমে পিছু হঠতে থাকে পুলিশ। পরে পুলিশ পৌঁছলে দুষ্কৃতীদের সঙ্গে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রামবাবু সাউ এবং সন্তোষ সাউ নামে এক যুবক এবং এক কিশোরের মৃত্যু হয়। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় নিয়ে আসা হয়। পরে ধরমবীর সিংহ নামে আরও একজনের মৃত্যু হয়।