'অমর্ত্য সেনের জ্ঞানে কিছু যায় আসে না', দিলীপের রোষে নোবলজয়ী অর্থনীতিবিদ, দেখুন ভিডিও

  • অমর্ত্য সেনকে আক্রমণ দিলীপ ঘোষের
  • জোর জয় শ্রীরাম বলানোর বিরোধিতা করেন অমর্ত্য সেন
  • অমর্ত্য সেনের কথায় কিছু যায় আসে না
  • কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির
     

/ Updated: Jul 06 2019, 12:56 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য কেন করা হবে, শুক্রবার সেই প্রশ্ন তুলেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই সমালোচনার পাল্টা জবাব দিয়ে শনিবার অমর্ত্য সেনকেই পাল্টা আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নোবেলজয়ী অর্থনীতিবিদকে উদ্দেশ করে তাঁর কটাক্ষ, 'অমর্ত্য সেন ভারতবর্ষ সম্পর্কে কী খবর রাখেন? উনি বিদেশে থাকেন, ওখানেই থাকুন। এখানকার মানুষের জীবনের সঙ্গে ওনার কোনও সম্পর্ক নেই, দায়- দায়িত্বও নেই।  এসে জ্ঞান দিয়ে চলে গেলে কিছু যায় আসে না। আর যাঁদের উপরে ভরসা করেছিলেন, তাঁরা সবাই আজকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।'

এই প্রথম নয়, অতীতেও নোবেলজয়ী অর্থনীতিবিদকে এভাবেই আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ। এ দিন তিনি পাল্টা দাবি করেন, গোটা দেশের কোথাও জয় শ্রীরাম বলা নিয়ে সমস্যা না হলেও পশ্চিমবঙ্গে বাধার মুখে পড়তে হচ্ছে। এমনকী, পুলিশ দিয়ে হেনস্থা মারধর পর্যন্ত করা হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, এ রাজ্যেই বরং জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতায় অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করা হয়েছে।