হিন্দুর জমিতেই মসজিদ, ইদে এক মহামিলনের ছবি দেখল বারাসত

  • হিন্দুর জমিতে মসজিদ বারাসতে
  • ইদের দিনে এক মহামিলনের ছবি 
  • নমাজ পাঠে অংশ নিলেন হিন্দু জমিদাতা
  • ধর্মীয় ভেদাভেদ ভুলে ইদ পালনে মাতল মানুষ

/ Updated: Jun 05 2019, 08:42 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বারাসতের নবপল্লি। এখানকার বয়েজ হাইস্কুলের পাশেই রয়েছে একটি বিশাল মাঠ। আর সেখানেই দীর্ঘদিন ধরে রয়েছে একটি মসজিদ। এই মাঠের মালিকানা অবশ্য কোনও মুসলিমের নয়। এৎ মালিক একটি হিন্দু পরিবার। স্থানীয়রা তাঁদের বসু পরিবার বলেই চেনে। যদিও, তাঁদের জমিতে মসজিদ নিয়ে একদমই আপত্তি নেই বসু পরিবারের। এই পরিবারের বর্তমান কর্তা পার্থসারথি বসু বরং খুশি যে এক হিন্দু-র জমিতে এই মসজিদ হওয়ার। ধর্মীয় ভেদাভেদের হাওয়াতে এমনই এক ধর্মীয় মহামিলন তো সকলের কাছে কাম্য বলেই তিনি মনে করেন। 

বুধবার ইদের দিনে এই মসজিদে নমাজ পাঠও হয়। সেখানে মসজিদের ইমাম আখতার আলির সঙ্গে নমাজ পাঠেও অংশ নিয়েছিলেন পার্থসারথি বসু। নমাজ পাঠ শেষে তিনি বলেন, 'আমরা যখন এই মসজিদের কথা জানতে পারি তখনই ঠিক করা হয় মসজিদ তার জায়গাতেই থাকবে। কারণ ধর্মমত নির্বিশেষে আমরা সকলেই মানুষ। আমরা যেমন মন্দিরে পুজো করে থাকি, তেমনি মুসলিম ভাইরাও মসজিদে নমাজ পড়ে থাকে। আমরা মুসলিম ভাইদের সঙ্গে হাত মিলিয়ে মসজিদের সৌন্দর্যায়ণেও কাজ করে থাকি। এই নিয়ে অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তাতে কর্ণপাত করিনি। '