গজলডোবায় মুখ পুড়ল মমতার, অধিগৃহীত জমিতে হেলিপ্যাডের সিদ্ধান্ত বাতিল

  • শুক্রবার সকাল থেকেই বিক্ষোভে উত্তাল গজলডোবা 
  • হেলিপ্যাডের জন্য জমি অধিগ্রহণকে ঘিরে আন্দোলন 
  • মন্ত্রী গৌতম দেব-কে কালো পতাকা দেখান আন্দোলনকারীরা 
  • জোর করে ভয় দেখিয়ে সরকার জমি নিয়েছে বলে অভিযোগ 

/ Updated: Jun 07 2019, 07:25 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গজলডোবায় হেলিপ্যাড তৈরির জন্য অধিগৃহীত জমি থেকে পিছু হঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার গজলডোবায় দাঁড়িয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়ে দেন, কোনওভাবেই অধিগৃহীত জমিতে হেলিপ্যাড হচ্ছে না। হেলিপ্যাডের জন্য নেওয়া জমি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। জমির মালিকরা সমানে জমি ফেরত চেয়ে আন্দোলনে নেমেছেন। এই আন্দোলনকে ঘিরে তৈরি হয়েছে ভূমি-রক্ষা কমিটিও। লোকসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় ফলের পর এবং রাজ্যে বিজেপি-র উত্থানে এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার গজলডোবায় যান পর্যটনমন্ত্রী গৌতম দেব। তাঁকে কালো পতাকা দেখান আন্দোলনকারীরা। এরপরই জমি না নেওয়ার কথা ঘোষণা করেন গৌতম দেব। গজলডোবায় প্রস্তাবিত পর্যটন কেন্দ্র-র অঙ্গ হিসাবে এই হেলিপ্যাড গড়ে ওঠার কথা।