জনশতাব্দীতে মিলল কি চোরাই সোনা, গ্রেফতার ২

  • ভূবনেশ্বর-হাওড়া জনশতাব্দীতে ৫০০ গ্রাম সোনা উদ্ধার 
  • এই সোনা বেআইনি বলে দাবি খড়্গপুর জিআপি-র
  • সোনার মালিক কোনও কাগজপত্র দেখাতে পারেননি
  • উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা 

/ Updated: Jun 28 2019, 10:13 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এবার ট্রেন থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকার সোনা, জিআরপি-র দাবি যারা এই সোনা নিয়ে যাচ্ছিলেন তারা কোনও কাগজপত্র দেখাতে পারেননি, গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুর স্টেশনের জিআরপি ইউনিট তৈরি ছিল, ভূবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেনে উঠে পড়ে জিআরপি-র দল, নির্দিষ্টভাবেই খবর ছিল যে কোন কামরায় কার কাছে এই চোরাই সোনা রয়েছে, সেখানে পৌঁছতে দেরি হয়নি জিআরপি-র, দুই ব্যক্তি সোনা নিয়ে যাচ্ছিলেন, তাদের কাছ থেকে মোটা ৫০০ গ্রাম সোনা মেলে, এই সোনার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা, সোনা নিয়ে যাওয়া ব্যক্তিরা কাগজপত্র দেখাতে পারেননি তাই তাদের গ্রেফতার করা হয়