মদ্যপান করে মাদকবিরোধী মিছিলে আইসি, সাসপেন্ড করে দিলেন এসপি

  • আইসি অসিতবরণ কুইল্যা বহুদিন ধরেই মদাসক্ত
  • মত্ত অবস্থায় তাঁর আচরণ নিয়ে এর আগেও অভিযোগ উঠেছে
  • দিন দুই আগে খালি গায়ে হাফ প্যান্ট পরে মারপিটও করেছেন 
  • মাদকবিরোধী মিছিলে তাঁর আচরণে পুলিশকর্তারা লজ্জায় পড়ে যান 

/ Updated: Jun 27 2019, 10:11 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাদকবিরোধী মিছিল। অথচ পুলিশকর্তাই মত্ত অবস্থায়। তাঁর এমনই অবস্থা যে ঠিক করে দাঁড়াতেও পারছেন না। হাত মাউথ-স্পিস। মাইকে ঘোষণা করতে হচ্ছে। কিন্তু তাতেও গলা পুরো জড়িয়ে যাচ্ছে তাঁর। লজ্জায় মাথা হেঁট মাদকবিরোধী মিছিলে থাকা পুলিশ কর্তাদের। শেষমেশ সোনারপুর থানার আইসি অসিতবরণ কুইল্যাকে সাসপেন্ড-ই করলেন বারুইপুর পুলিশ জেলার এসপি রশিদ মুনির খান। এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে রশিদ মুনির খানের সঙ্গে কথাও বলা হয়। বারুইপুর পুলিশ জেলার এসপি-ও জানান, অসিতবরণ মাদকবিরোধী মিছিলেন মদ খেয়ে এসেছিলেন। তিনি ঠিকমত হাঁটতেও পারছিলেন না। তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।