ভাইরাল রোগ থেকে দূরে থাকুন, কীভাবে, দেখুন ডেইলি লাইফস্টাইল

  • বৃষ্টি-বাদলার দিন মানেই রোগের ভুরিভোজ
  • চারিদিকে ভাইরালের ছড়াছড়ি, ফলে সর্দি-কাশি, হাঁচি, জ্বর 
  • অনেক সময় চামড়ার খসখসে অবস্থা
  • এসব থেকে নিজেকে সুরক্ষিত রাখুন, জানুন এখানে

/ Updated: Jun 28 2019, 11:52 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অঞ্জন দত্তের গানটা খেয়াল আছে- আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি। যারা এই গানের প্রেমে পড়ে ভাবছেন বৃষ্টি নামলেই ভিজবেন তারা একটু সাবধান থাকুন। কারণ অনেকের জানা নেই বর্ষা মানেই ভাইরাল রোগের রমরমা। তাই নিজেকে এই সময় সুরক্ষিত রাখাটা খুব দরকার। বিশেষ করে বৃষ্টির দিনগুলিতে। বর্ষাকাল মানেই আসলে স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আর এই আবহাওয়াতে সর্দি-কাশি, হাঁচি, জ্বর লেগেই থাকে। তাই এমনকিছু টিপস এখানে দেওয়া হচ্ছে যা মেনে চললে লাভ আপনারই। যেমন বৃষ্টিতে ভেজাটা বন্ধ করতে হবে। বর্ষাকালে চাপা জুতো পরার বদলে একটু খোলামেলা জুতো পরা উচিত। ভেজা মোজা বেশিক্ষণ পরে থাকা উচিত নয়।