থিমের ছোঁয়া রথে, এবার অন্য রথ দেখবে মেদিনীপুর

দুর্গাপুজো,লক্ষীপুজো, কালীপুজোতে ব্যাতিক্রমী থিমের লড়াই দেখা যায়
এবার জগন্নাথ দেবের রথযাত্রাতেও তেমনই  ঘটনা ঘটতে দেখা যাবে পশ্চিম মেদিনীপুর শহরে

Share this Video

দুর্গাপুজো,লক্ষীপুজো, কালীপুজোতে ব্যাতিক্রমী থিমের লড়াই দেখা যায়। এবার জগন্নাথ দেবের রথযাত্রাতেও তেমনই ঘটনা ঘটতে দেখা যাবে মেদিনীপুর শহরে৷ প্রায় তিনি হাজার শুকনো আমের আঁটি দিয়ে জগন্নাথ দেবের অবয়ব তৈরি হয়েছে এখানেই ৷ মেদিনীপুর জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাতে বৃহস্পতিবার তা দেখা যাবে ৷ বিশাল শোভাযাত্রার সামনে থাকবে এই অভিনব মূর্তি ৷

২০০২ সালে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির কমিটির নব কলেবর উৎসবের সময় থেকেই হুগলির শিল্পী শুভনাথ মল্লিক পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে জগন্নাথ ঠাকুর তৈরি করেন ৷ প্রতিবারই কাপড়, প্লাই,প্লাস্টিক দিয়ে তৈরি হয় ৷ এবার মূর্তি বানানোর তরিকা একটু আলাদা ৷ কারন মেদিনীপুর শহরে কয়েকজন শিল্পী রয়েছেন যারা ব্যাতিক্রমী প্রতিমা বা ঠাকুর তৈরি করে নজর কাড়েন ৷ তাদের পাল্লা দিতেই এই অভিনব কীর্তি শুভেন্দুর। 

চন্দননগরে বিভিন্ন স্বাদের আম পাওয়া যায় ৷ সেই আমের পরিত্যক্ত তিন হাজার আঁটি দিয়ে জগন্নাথ দেবের অবয়বকে সাজিয়ে তুললেন৷ প্রাথমিক ভাবে উদ্যোক্তাদের স্কেচ করে দেখাতে উদ্যোক্তাদেরও পছন্দ হয় ৷ তারপর থেকেই কয়েক দিনের চেষ্টায় সাড়ে দশ ফুট উচ্চতার এই ঠাকুর তৈরি হয়েছে। ৷

Related Video