শিশুদের মহাকাশ শিক্ষায় হাত মেলাল মাইক্রোসফট ও নাসা, দেখুন টেক আপডেট

  • প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে চলছে পরীক্ষা-নিরিক্ষা
  • যার জেরে এবার হাত মেলাচ্ছে নাসা ও মাইক্রোসফট
  • মহাকাশ বিজ্ঞান নিয়ে শিশুদের সচেতন করতেই এই গাঁটছাড়া 
  • মহাকাশ বিজ্ঞান-সহ আরও নানা স্বাদের খবর নিয়ে টেক-টুডে

/ Updated: Jun 24 2019, 09:59 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মহাকাশ বিজ্ঞান নিয়ে ছোটদের কৌতুহলের সীমা নেই। তাই এবার ছোটদের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিল মাইক্রোসফট ও নাসা। এই দুই সংস্থা এবার একসঙ্গে কাজ করবে শিশুদের মহাকাশবিজ্ঞান নিয়ে শিক্ষা দিতে। যৌথ উদ্যোগে এই পদক্ষেপ এক নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে। এদিকে, বাজারে আসতে চলেছে ওয়ান প্লাস টিভি-ও। চিনের এই সংস্থার মোবাইল ফোন ইতিমধ্যেই ভারতীয় বাজারে অন্য সংস্থাকে যথেষ্ট বেগ দিচ্ছে। যারমধ্যে উল্লেখযোগ্য এমআই। বছরখানেক আগে এমআই-এর টিভি বাজারে এসেছে। ভালো জনপ্রিয়তাও পেয়েছে সেই টিভি। কিন্তু, স্মার্ট টিভির দুনিয়ায় ওয়ান প্লাস আদৌ কোনও ছাপ ফেলতে সক্ষম হয় কি না সেটাই এখন দেখার।