সাংসদ হিসেবে মাঠে নামলেন নুসরত! আক্রান্তের সঙ্গে দেখা করে কী বললেন

  • দিল্লি থেকে শপথ গ্রহণ পর্ব সেরে এসেই কাজ শুরু করে দিয়েছেন বসিরহাট সাংসদ নুসরত জাহান
  • দুষ্কৃতীদের হাতে আহত হয়েছিলেন তৃণমূল কর্মী ইলা  মণ্ডল।
  • মঙ্গলবার তাঁকে দেখতে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে যান নুসরত জাহান

/ Updated: Jul 03 2019, 02:10 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দিল্লি থেকে শপথ গ্রহণ পর্ব সেরে এসেই কাজ শুরু করে দিয়েছেন বসিরহাট সাংসদ নুসরত জাহান। দুষ্কৃতীদের হাতে আহত হয়েছিলেন তৃণমূল কর্মী ইলা  মণ্ডল। মঙ্গলবার তাঁকে দেখতে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে যান নুসরত জাহান। 

শনিবার সন্দেশখালি এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে খবর, ন্যাজাটের রাজবাড়ি এলাকার বাসিন্দা গোপাল মণ্ডল এবং আনন্দ মণ্ডল এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। বাড়িতে বেড়া দেওয়া নিয়ে শনিবার তাঁদের সঙ্গে স্থানীয় বিজেপি নেতা নারায়ণ পাইক এবং তাঁর দলবলের বচসা বাঁধে। এই সময় নারায়ণবাবু এবং তাঁর অনুগামীরা গোপাল মণ্ডল এবং তাঁর ভাইকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে গোপালবাবুর স্ত্রী ছ' মাসের অন্তঃসত্ত্বা ইলা মণ্ডলকে তাঁরা ধাক্কাও দেয়। 

শনিবারের মতো গণ্ডগোল মিটলেও রবিবার ফের বেড়া  দেওয়া নিয়ে অশান্তি বাঁধে। অভিযোগ ইলা দেবী এবং গোপালবাবুর মা বেড়া দিতে গেলে ফের দলবল নিয়ে চড়াও হন নারায়ণ পাইক। অন্তঃসত্তা ইলাদেবীর পেটে লাথি মেরে তাঁর গলা  চেপে ধরা হয় বলে অভিযোগ।