প্রথম মিউজিকাল ওয়েব সিরিজ, বন্দিশ ব্যান্ডিটস-এ ভরপুর সঙ্গীতে মুগ্ধ পণ্ডিত যশরাজ

প্রথম বার মিউজিকাল ওয়েব সিরিজ মাতল ভক্তরা, বন্দিশ ব্যান্ডিটস-এ ভরপুর সঙ্গীতে মুগ্ধ সকলেই, এবার সিরিজের সঙ্গীত নয়ে মুখ খুললেন পণ্ডিত যশরাজ

Share this Video

মুক্তির পরই সকলের নজর কেড়েছে বন্দিশ ব্যান্ডিটস। এক ভিন্ন ঘরানার এই ওয়েব সিরিজের মূলেই রয়েছে সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবহারে মুগ্ধ কেবল ভক্তরাই নয়, সিরিজ দেখে শুভেচ্ছাবার্তা পাঠালেন খোদ পণ্ডিত যশরাজ। এই প্রথম সঙ্গীত নির্ভর সিরিজ, যা সঙ্গীতের দ্বায়িত্বে ছিলেন শঙ্কর-এহসান-লয়। সকলের প্রশংসা করে তিনি জানান, এই ধরনে সিরিজ খুব একটা হয় না। বন্দিশ ব্যান্ডিটস-এ যেভাবে মিউজিকের ব্যবহার হয়েছে, তা প্রশংসার দাবিদার। 

বন্দিশ ব্যান্ডিটস পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। পন্ডিত যশরাজের এই প্রশংসা বন্দিশ ব্যান্ডিটস-এর বড় সাফল্য, দাবি টিমের। বর্তমান মহাসমারহে চলছে এই সিরিজ। অ্যামজন প্রাইমে স্ট্রিমিং হচ্ছে। এই বন্দিশ ব্যান্ডিটস-এর অভিনয়ের জাদুর কথাও উল্লেখ করতে ভোলেননি পণ্ডিত। 

Related Video