দেশের গুরুত্বপূর্ণ শিখ সম্প্রদায়ের ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক মোদীর
দেশের শিখ সম্প্রদায়ের (Prominent Sikhs) বিশিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। শুক্রবার তাঁর বাসভবনেই শিখদের সঙ্গে তিনি বৈঠক করেন। প্রধানমন্ত্রীর দফতরের (PMO Office) তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শিখদের সঙ্গে কথা বলছেন মোদী। সেই সময় প্রধানমন্ত্রীকে কৃপান (Kirpaan) উপহার দেন তাঁরা।
দেশের গুরুত্বপূর্ণ শিখ সম্প্রদায়ের ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তাঁর বাসভবনেই শিখদের সঙ্গে তিনি বৈঠক করেন। প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শিখদের সঙ্গে কথা বলছেন মোদী। সেই সময় প্রধানমন্ত্রীকে কৃপান উপহার দেন তাঁরা। বিশিষ্ট শিখদের সেই তালিকায় রয়েছেন দিল্লির গুরুদ্বার কমিটির প্রেসিডেন্ট হরমীত সিং কালকা, পদ্মশ্রী বাবা বলবীর সিংজি সিচেওয়াল, যমুনা নগরের সেবাপন্থীর প্রেসিডেন্ট মহন্ত করমজিৎ সিং, বাবা যোগা সিং, অমৃতসরের সন্ত বাবা মেজর সিং ওয়া, মুখী ডেরা বাবা তারা সিং ওয়া, জাঠেদার বাবা সাহেব সিংজি, সুরিন্দর সিং নামধারী দরবার, শিরোমনি অকালি বুধা দলের বাবা জাসা সিং, হরভজন সিং, রণজিৎ সিংজি। আজ সকালেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন তাঁরা। এরপর তাঁদের সঙ্গে বৈঠক করেন মোদী। তবে পঞ্জাব ভোটের আগে শিখ সম্প্রদায়ের সঙ্গে তাঁর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।