Asianet News BanglaAsianet News Bangla

'চোলি কে পিছে...', নিষিদ্ধ পল্লিতে অশ্লীল নাচ, সাসপেন্ড ওসি, দেখুন ভিডিও

Jul 3, 2019, 11:54 AM IST
  • facebook-logo
  • twitter-logo
  • whatsapp-logo

নিষিদ্ধ পল্লিতে গিয়ে যৌনকর্মীর সঙ্গে অশ্লীল নাচ। ঘরের মধ্যে বেশ জোরে বাজছে বিখ্যাত হিন্দি গান 'চোলি কে পিছে ক্যায়া হ্যায়।' নাচের দৃশ্যে তরুণীর সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে, তিনি পুলিশের ওসি। সেই ভিডিও-ই  ভাইরাল হয়ে গেলে যা হওয়ার তাই হল। অশ্লীল নাচের দায়ে সাসপেন্ড হতে হল ঝাড়খণ্ডের এক ওসি-কে। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম নন্দকিশোর সিং। তিনি ধানবাদের মহুদা থানার ওসি-র দায়িত্বে ছিলেন। গত কয়েকদিন ধরেই ধানবাদ এবং সংলগ্ন এলাকার সোশ্যাল মিডিয়ায় নন্দকিশোর সিংয়ের সঙ্গে এক তরুণীর অশ্লীল নাচের ভিডিও  ছড়িয়ে পড়ে। স্বল্পবসনা ওই তরুণীর সঙ্গে হিন্দি গানের তালে নাচতে  দেখা যায় নন্দকিশোরকে। যে ঘটনা নজরে আসতেই তাঁকে সাসপেন্ড করেন ধানবাদ জেলার পুলিশ সুপার। তৈরি করা হয়েছে তদন্ত কমিটিও। 

যৌনকর্মীর সঙ্গে নাচের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ওসি নন্দকিশোর। যদিও তাঁর দাবি, ভিডিওটি প্রায় একবছর আগেকার। ২০১৮ সালের ১৬ আগস্ট এই ভিডিওটি করা হয়েছিল বলে দাবি অভিযুক্ত ওসি-র। সম্ভবত পশ্চিমবঙ্গের কুলটিতে এই ঘটনাটি সেই সময় ঘটে। তিনি জানিয়েছেন, মাইথন ফাঁড়িতে থাকার সময়ই কয়েকজন সহকর্মীর সঙ্গে একটি নিষিদ্ধপল্লিতে যান তিনি। তখনই নাচের ওই দৃশ্য মোবাইল বন্দি করা হয়। তাঁর কোনও সহকর্মীই এখন ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন বলেই সন্দেহ নন্দকিশোরের। পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই শাস্তি দেওয়া হয়েছে ওই ওসি-কে।