ব্ল্যাকহেডস দূর করতে আলোভেরা, দেখুন ডেইলি লাইফস্টাইল

  • লাইফস্টাইলে এমন কিছু বিষয় আছে যা আমাদের নিত্য কাজে লাগে 
  • বিশেষ করে ত্বক ও শারীরের যত্ন নেওয়াটা লাইফস্টাইলের অন্যতম অঙ্গ
  • এই বিভাগে এমন কিছু জিনিসের সন্ধান মেলে যা জেনে নিলে উপকারই হয় 
  • ডেইলি লাইফস্টাইলের এই এপিসোডে এমন কিছু বিষয় রয়েছে যা জানাটা জরুরি
  •  

Share this Video

মহাষৌধির যাবতীয় গুণে গুণাম্বিত আলোভেরা। ব্ল্যাকহেডস দূর করতে আলোভেরার জুড়ি মেলা ভার। আলোভেরার জেল পাতা থেকে বের করে নিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট বাদে ঈষৎউষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হবে এবং ব্ল্যাকহেডসও চলে যাবে। রোজ আলোভেরা জেল মাখলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় এবং কোষকে পরিষ্কার করে। টমাটোতেও রয়েছে এমনকিছু অ্যান্টি ব্যাক্টেরিয়াল পদার্থ যা ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। এরজন্য মুখে টমাটো মেখে নিন। কিছুক্ষণ এই অবস্থায় থাকতে হবে। এরপর মুিখ ধুয়ে ফেলুন। দেখবেন ব্ল্যাক হেডস দূর হয়ে গিয়েছে। 

Related Video