'মা'- আই মিস ইউ, যেখানেই থাকো ভালো থেকো, মাতৃদিবসে এক শ্রদ্ধার্ঘ

  • মা- মানেই এমন এক অবলম্বন যাঁর ক্রোড়েই বেড়ে ওঠা
  • মা-মানে এমন এক ছায়া যার সাহচর্যেই জীবনের পথ চলা 
  • মা-শেখায় সমস্ত প্রতিকূলতার মধ্যে লড়াই-এর কৌশল
  • মা-মানেই যেন ত্যাগ শিকারের এক মহানুভবতা পরিবারের কথা ভেবে

/ Updated: May 13 2019, 09:10 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মা-মানে কী? এক অবলম্বন, একটা আশ্রয়- যে শেখায় নির্ভয় হতে। শেখায় জীবনের প্রতিকূলতা-কে জয় করে এগিয়ে যাওয়ার কৌশল। সন্তানের জন্মের পর থেকে তার স্বাবলম্বী হওয়া পর্যন্ত মা-এর কোনও বিশ্রাম থাকে না। সারাক্ষণটাই তাঁর ভাব ও ভাবনা জুড়ে থাকে শুধুই সন্তানের মঙ্গলকামনা। এমনকী সন্তান বড় হলেই যে মা-দের ডিউটি শেষ এমনটাও হয় না। বলতে গেলে জীবনের শেষদিন পর্যন্ত সন্তানের কথা ভেবেই কেটে যায় সময়। 

একজনের মা-এর এই বিশাল দায়িত্বের পিছনে থাকে ত্যাগের সব কাহিনি। সন্তানের জন্মের জন্য চাকরিটা মা-দেরই ছাড়তে হয়। এমনকী, পরিবারের প্রতিটি সদস্যের নির্দিষ্ট সময়ে প্রতিটি প্রয়োজনীয়তা-কে সামাল দেওয়া-সেটাও মা-দের কর্তব্য বলেই মনে করা হয়। কিন্তু, তাদের প্রতি ডিউটি পালনে আমরা কতটা সচেতন তা নিয়ে তরজা আছে এবং তা চলবেও। কারণ মা-এর কোনও বিকল্প হয় না। অবহেলা হোক বা না হোক, ত্যাগের সঙ্গে সমঝোতা করা হোক-তবু নিজেদের দায়িত্বে অটুট মা-এর দল। তাঁদের এই অবলম্বন আছে বলেই আমরা আছি। না-হলে সভ্যতার ইতিহাসটা হয়তো অন্য়ভাবে লিখতে হত। এহেন মা-দের তাই প্রণাম জানাতে পারাটাও একটা সৌভাগ্য।