বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে সব্যসাচী, সরকারকেই হঁশিয়ারি, দেখুন ভিডিও

 

  • সল্টলেকে বিদ্যুৎ কর্মীদের বিক্ষোভ
  • বেতন বৃদ্ধি, ডিএ-র দাবিতে আন্দোলন
  • আন্দোলনের নেতৃত্বে সব্যসাচী দত্ত
  • সরকারকে হুঁশিয়ারি দিলেন বিধাননগরের মেয়র
     

/ Updated: Jul 05 2019, 06:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এবার বকেয়া ডিএ-সহ বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মীদের আন্দোলনে নেতৃত্ব দিলেন বিধাননগরের মেয়র এবং তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে বিদ্যুৎ ভবনে সরকারি কর্মীরা ঢোকার সময় তার নেতৃত্বও দিলেন সব্যসাচী। এক মাস সময় দিয়ে বিধাননগরের মেয়রের হুঁশিয়ারি, দাবি আদায় না হলে কীভাবে তা আদায় করতে হয় তা তিনি বুঝে নেবেন। কর্মীদের দাবি না শোনা নিয়ে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক। কটাক্ষ করে বলেন, পদের লোভেই শ্রমিক নেতা হয়েও শ্রমিকদের আন্দোলেনে হাজির হননি বিদ্যুৎ মন্ত্রী। 

বকেয়া ডিএ এবং বেতন বৃদ্ধির দাবি নিয়ে এ দিন সল্টলেকের বিদ্যুৎ ভবনে বিক্ষোভ দেখান দফতরের কর্মীরা। তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের নেতৃত্বেই এই বিক্ষোভ হয়। সেখানেই হাজির হন বিধাননগরের মেয়র। এর পরেই দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সব্যসাচী দত্ত। যেহেতু নতুন চেয়ারম্যান বিদ্যুৎ পর্ষদের দায়িত্ব নিয়েছেন, তাই দাবি পূরণের জন্য তাঁকে একমাস সময় দেওয়া হল বলে জানিয়েছেন তিনি। তার পরে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সব্যসাচী দত্ত। তিনি বলেন, কর্মীদের ন্যায্য দাবি নিয়ে সওয়াল করার জন্য তাঁকে দলবিরোধী বলে শাস্তি দেওয়া হলে তার জন্যও তৈরি তিনি।