জীবনের প্রথম ম্যাচ পাকিস্তানের হয়ে খেলেছিলেন সচিন!

১৯৮৭ সালে পাকিস্তানের হয়ে প্রথম ইন্টারন্যাশন্যাল খেলার স্বাদ অনুভব করেছিলেন সচিন তেন্ডুলকর তাও মুম্বইয়ের মাটিতেই। ব্রেবোর্ন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলা পাকিস্তান ক্রিকেট দলের হয়ে সেদিন মাঠে নেমেছিলেন মাস্টার ব্লাস্টার।

/ Updated: Apr 24 2022, 01:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১৯৮৯ সালের ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সচিন তেন্ডুলকর। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল আরও আগেই। ১৯৮৭ সালে পাকিস্তানের হয়ে প্রথম ইন্টারন্যাশন্যাল খেলার স্বাদ অনুভব করেছিলেন সচিন তেন্ডুলকর তাও মুম্বইয়ের মাটিতেই। ব্রেবোর্ন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলা পাকিস্তান ক্রিকেট দলের হয়ে সেদিন মাঠে নেমেছিলেন মাস্টার ব্লাস্টার।

পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এবং আবদুল কাদির মধ্যাহ্নভোজের বিরতির সময় মাঠ ছেড়েছিলেন। স্ট্যান্ডবাই ফিল্ডার হিসেবে সচিনকে সফরকারী দলের হয়ে মাঠে নামতে বলা হয়েছিল। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে, শচীন কোটি কোটি ভারতীয়দের মুখে হাসি এনেছেন। সেই কারণেই তিনি ভক্তদের কাছে শুধু একজন প্রিয় ক্রিকেটার নন হয়ে উঠেছেন ক্রিকেট ঈশ্বর। আন্তর্জাতিক ক্রিকেটের এই উজ্জ্বল কেরিয়ারে সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ৩৪৩৫৭ রানের রেকর্ড যার মধ্যে রয়েছে ১০০টি সেঞ্চুরি।