বাজারে এল অনার ২০, ফেসবুকে নীতিতে অশনি সঙ্কেত, দেখুন টেক টুডে

  • প্রতিদিনই চোখের পলকে বদলে যাচ্ছে প্রযুক্তির দুনিয়া 
  • এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে মোবাইল বাজারে 
  • চালু মোবাইল প্রস্তুতকারকরা প্রায়ই বাজারে আছেন নিত্য নতুন মডেল 
  • প্রযুক্তির দুনিয়ার অবশ্য ফেসবুকও এখন বেশ চর্চায়

/ Updated: Jun 25 2019, 08:33 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাজারে এসে গেল অনার ২০। ভারতের মোবাইল বাজারে এই মোবাইল সংস্থাটি সস্তায় অত্যাধুনিক ফিচারযুক্ত মোবাইল ফোন বিক্রি করার জন্য খ্যাতি পেয়েছে। অনার ২০ মোবাইল ফোন-এ রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তির সম্ভার। এই ধরনের প্রযুক্তি সম্বিলিত মোবাইল ফোন প্রথমসারির কোনও ব্র্যান্ড থেকে কিনতে গেলে পকেট থেকে অনেকটা অর্থ খসাতে হয়। সেখানে অনার ২০ পকেটে কথাও যেমন খেয়াল রাখছে তেমনি অত্যাধুনিক প্রযুক্তির স্বাদ নেওয়ারও ব্যবস্থা করে দিয়েছে। প্রযুক্তি দুনিিয়ায় অবশ্য এই মুহূর্তে চাঞ্চল্য ফেলে দিয়েছে ফেসবুক। কারণ ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেনদেনের পক্ষেই সওয়ার করছে তারা। এমনকী, লিব্রা নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার সঙ্গেও গাঁটছাড়া বেঁধেছে ফেসবুক। এতে খুশি নয় আন্তর্জাতিক মহল।