টাইটানে এবার প্রাণের খোঁজে নাসা, দেখুন টেক টুডে

  • নাসা থেকে ইনস্ট্রা- সব খবর টেক টুডে-তে
  • প্রযুক্তির খবরের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের খবর 
  • টাইটানে যাচ্ছে নাসার মহাকাশ যান 
  • ইনস্ট্রাগ্রাম নিয়ে আসছে নতুন ফিচার 
  •  

/ Updated: Jun 28 2019, 09:33 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শনির উপগ্রহ টাইটানে নাকি মিলতে পারে প্রাণের সন্ধান, বিশেষ করে সেখানে বায়ুমণ্ডলে এমন কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত করা গিয়েছে যার সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের মিল রয়েছে, তাই শনির উপগ্রহন টাইটানে মহাকাশ যান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাসা, ড্রোনের মতো একটি মহাকাশযান, যাকে ড্রাগনফ্লাই বলা হচ্ছে, তেমন একটি মহাকাশ যান টাইটানে পাঠাতে চলেছে নাসা, এই পরীক্ষা মহাকাশ গবেষণার একটু নতুন দিক খুলল বলে মনে করা হচ্ছে, এদিকে, অ্যাপল সংস্থা তাঁদের আইটিউনের সাবস্ক্রাইবার সংখ্যার কথা ঘোষণা করেছে, ইনস্ট্রাগ্রাম এবার নিয়ে আসছে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিন্ন ভিন্ন ইউআরএল, এমনই সব খবর নিয়ে দেখুন টেক টুডে