মমতার নির্দেশ, কর্তৃপক্ষ ভেঙে ফেলল হাসপাতালের তালা

  • মমতার নির্দেশের পরই ভাঙা হল তালা 
  • বর্ধমান মেডিক্যাল কলেজে এই ঘটনা 
  • সুপার ও ডেপুটি সুপারের উপস্থিতিতে এই তালা ভাঙা হয়
  • শুক্রবার সকাল থেকে বহির্বিভাগ চালু হবে

/ Updated: Jun 13 2019, 08:25 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুর ২টো থেকে চিকিৎসায় কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেইসঙ্গে সিনিয়র চিকিৎসকদেরও কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন। এই নির্দেশের পরই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তারা পদক্ষেপ নেন। হাসপাতালের সদর দরজায় তালা লাগিয়ে দিয়েছিল আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। হাসপাতালের জরুরি বিভাগের বন্ধ গেটের তালা ভাঙা  হয় এদিন । তালা ভঙেন হাসপাতাল কর্মীরা। সুপার এবং ডেপুটি সুপারের উপস্থিতিতে তালা ভাঙ্গা হয়। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। চাবি খুঁজে না পাওয়ায় হাতুড়ির ঘায়ে তালা ভাঙা হয়। হাসপাতালের সুপার জানিয়েছেন, শুক্রবার থেকে আউটডোর পরিষেবা সচল রাখার চেষ্টা চলছে। যাতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হয় তার জন্য সিনিয়র ডাক্তাররা থাকবেন।