বারাসত ইসকনে পালিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব

মঙ্গলবার বারাসাতের সরোজ পার্কে ইসকন মন্দিরের তত্ত্বাবধানে জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করে মায়াপুরের ইসকন এর বারাসত শাখা। করোনার জন্য বিগত দুই বছরে ইসলাম যাত্রা অনুষ্ঠান বন্ধ ছিল । এবছর স্নানযাত্রা প্রচুর ভক্ত সমাগম হয় বারাসাতে

Share this Video

পুরীর মন্দিরের পাশাপাশি দেশের সর্বত্র চলছে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব | মঙ্গলবার বারাসাতের সরোজ পার্কে জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করে মায়াপুরের ইসকন এর বারাসত শাখা |করোনার জন্য বিগত দুই বছরে ইসলাম যাত্রা অনুষ্ঠান বন্ধ ছিল এবছর স্নানযাত্রা প্রচুর ভক্ত সমাগম হয় বারাসাতে | ২০১১ সাল থেকে এই স্নান যাত্রা উৎসব চলে আসছে ইসকন এর তত্ত্বাবধানে | এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বৈদিক মন্ত্র উচ্চারণ এর মধ্যে দিয়ে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয় | ঘি,দুধ,দই,গঙ্গাজল, মধু, তুলশী সহ নানা উপকরণ দিয়ে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয় | স্নানের পর পঞ্চ ব্যঞ্জন করানো হয় জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা কে

Related Video