মমতার সিঙ্গুর আন্দোলনের ধাঁচে এবার জমি আন্দোলনে গজলডোবা

  • সিঙ্গুরের ধাঁচে আন্দোলনে গজলডোবা
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আন্দোলন
  • জমি অধিগ্রহণের বিরুদ্ধে চলছে আন্দোলন 
  • হেলিপ্যাডের জন্য এই জমি নেওয়া হয়েছিল

/ Updated: Jun 07 2019, 03:11 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্ষিপ্ত গজলডোবা। যেভাবে সরকার হেলিপ্যাডের জন্য জমি অধিগ্রহণ করেছে তাতে সন্তুষ্ট নন এখানকার মানুষ। ২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণের পরই গজলডোবায় পর্যটনকে ঢেলে সাজাতে তৎপর হন। গত কয়েক বছরে গজলডোবায় পর্যটনকে ঘিরে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের কথা ঘোষণাও করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের অঙ্গ হিসাবে সেখানে হেলিপ্যাড তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। লোকসভা নির্বাচনের পর থেকেই এই জমি অধিগ্রহণকে ঘিরে আন্দোলন একটু ব্যাপকতা লাভ করে। বিজেপি-র প্রভাবে এই আন্দোলন আরও বড় আকার নিতে পারে বলেও আশঙ্কা করছে স্থানীয় তৃণমূল নেতৃত্বে। ৩.৪৬ একর জমি নিয়ে বিতর্ক চলছে। শুক্রবার এলাকার মানুষ প্রস্তাবিত হেলিপ্যাডের সামনে জড়ো হন। কারণ, এদিন এখানে পর্যটনমন্ত্রী গৌতম দেবের আসার কথা ছিল। এই তথ্য জানতে পাওযার পর আন্দোলনকারী জমিদাতারা ভিড় জমান সেখানে।