কলকাতা বিমানবন্দরে আতঙ্ক, কুকুরের কামড়ে আহত যাত্রী সহ ১৩

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) কুকুরের (Dog) কামড়ে আহত (Injured) শিশু-বিমানকর্মী-যাত্রী-সহ ১৩ জন। এই ঘটনায় আন্তর্জাতিক বিমানবন্দরে (International Airport) রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে বিমানযাত্রী-সহ কর্মীদের মনে।

Share this Video

কলকাতা বিমানবন্দরে কুকুরের তান্ডব। কুকুরের কামড়ে আহত শিশু-বিমানকর্মী-যাত্রী-সহ ১৩ জন। এই ঘটনায় আন্তর্জাতিক বিমানবন্দরে রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে বিমানযাত্রী-সহ কর্মীদের মনে। আহতদের ইতিমধ্যেই একটি স্থানীয় বেসরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। খবর গিয়েছে এনসিবিআই থানায়। পরিস্থিতি বেগতিক দেখে বন দফতরকেও খবর পাঠিয়েছে কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ। বেসমেন্টে বিমানবন্দর কর্মীদের ডিউটি তালিকা করার অফিস রয়েছে। সেখানেই কর্মীদের স্বাক্ষর করতে যেতে হয়। এবং বেসমেন্টে কর্মীদের ব্যাগ-পত্র রাখবার জায়গা রয়েছে। রিফ্রেশরুমও সেখানেই। দিনের অধিকাংশ সময়েই কর্মীরা এখানে যাতায়াত করেন। আর ঠিক এখানেই ঢুকে কামড় দিচ্ছে কুকুর।

Related Video