মাঝ নদীতে দাউ-দাউ করে জ্বলছে ট্রলার, জলে ঝাঁপাল মৎস্যজীবীরা

  • আচমকাই মাঝ-নদীতে ট্রলারে আগুন 
  • ঘটনাস্থল রায়দীঘির মণি নদীতে
  • আগুন আতঙ্কিত হয়ে পড়েন মৎস্যজীবীরা
  • সকলে মিলে জলে ঝাঁপ দেন 

/ Updated: Jun 11 2019, 03:18 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সুন্দরবনের রায়দীঘির মণি নদীতে মাছ ধরতে যাওয়ার আগে একটি ট্রলার আগুনে পুরো ভষ্মিভূত হয়ে গেল। শুক্রবার দুপুরে এই ঘটনা। আতঙ্কে নীল সমুদ্র নামে সেই মাছ ধরার ট্রলার থেকে জলে ঝাঁপ মারেন মৎস্যজীবীরা। বহু চেষ্টা করেও ট্রালারের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চোখের সামনেই আগুনে পুড়ে খাক হয়ে যায় ট্রলারটি। জানা গিয়েছে ট্রলারটি দিন দুয়েকের মধ্যেই বঙ্গোপসাগরে মাঝ ধরতে যেত। সেই কারণে ট্রলারে জাল সারাইয়ের কাজ চলছিল। নদীর মধ্যে নোঙর করেছিল ট্রলারটি। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে, ট্রালারে গ্যাসে রান্না করা হচ্ছিল। সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।