চোর সন্দেহে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ বারুইপুরে
চোর সন্দেহে (suspicion of burglary) এক যুবককে কুপিয়ে খুনের (hacked to death) অভিযোগ উঠল। নিহতের (Dead) নাম অভীক মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 pargana) বারুইপুর থানার (Baruipur PS) দুশো কলোনিতে। বান্ধবীর (Girlfriend) সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় বেরিয়েছিল অভীক।
চোর সন্দেহে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর থানার দুশো কলোনিতে। জানা গিয়েছে নিহত ব্যক্তি পেশায় প্রোমোটার, নাম অভীক মুখোপাধ্যায়, বয়স ৩৫ বছর। তিনি দক্ষিণ কলকাতার নেতাজীনগরের বাসিন্দা। নেতাজিনগর, বাঘাযতীন এলাকায় তিনি প্রোমোটারি করতেন। প্রিয়ঙ্কা সরকার নামে এক বার ড্যান্সারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত প্রায় দেড়টা-দুটো নাগাদ তিনি প্রিয়ঙ্কাকে নিয়ে তিনি বারুইপুরের বেগমপুর (Begampur) এলাকার দুশো কলোনিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই, তাঁকে ছাগল চোর সন্দেহে ধরে গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাতে দুশো কলোনির কাছে স্থানীয় মানুষজন তাঁকে পিটিয়ে ও কুপিয়ে খুন করেছে বলে দাবি পুলিশের। আপাতত তার বান্ধবী প্রিয়ঙ্কাকে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।