বিশ্বকে কৃষ্ণনামে জপালেন স্বামী প্রভুপাদ, ইসকন প্রতিষ্ঠার ১২৬ তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ

সারা বিশ্বে ৫০ বছরে একশোরও বেশি দেশে ইসকনের জয়যাত্রা অব্যাহত। ইসকনের বয়স ৫০ ছাড়িয়েছে আর ৩১ অগাষ্ট ইসকন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের ১২৬ তম আভির্ভাব তিথি।একজন বৃদ্ধ বৈষ্ণব সন্ন্যাসী বিদেশের মাটিতে কৃষ্ণ নামের যে জয়ধ্বনি তুলেছিলেন, তা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক আশ্চর্য ঘটনা।

Share this Video

ষাটের দশক। আমেরিকায় তখন 'হিপি যুগ' চলছে। যুবসমাজ নেশায় আসক্ত। তেমনই এক সময় ভারতবর্ষ থেকে কৃষ্ণনাম নিয়ে হাজির হলেন অভয়চরণ দে, ওরফে শ্রীল প্রভুপাদ। যেভাবে বিশ্বযুদ্ধের পর রবি ঠাকুরের গীতাঞ্জলি পাশ্চাত্যে দেখিয়েছিল শান্তির পথ ঠিক একইভাবে আমেরিকার অবক্ষয়িত সমাজে প্রভুপাদের কৃষ্ণনাম এক ম্যাজিক ঘটালো।কৃষ্ণপ্রেমের স্লোগান নিয়ে ১৯৬৬ সালে মার্কিন মুলুকে প্রতিষ্ঠিত হয়, ISKCON- International Society of Krishna Consciousness বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ।

Related Video