Love Relationship : প্রেমিককে 'টোপ' দিয়ে ডেকে এনে গণপ্রহার, ২৯ দিন পরে মৃত্যু প্রেমিকের

চার বছরের প্রেমের পরিণতি মৃত্যু! ফোনে প্রেমিককে নিজের বাড়িতে ডেকে বেদম প্রহার, চার বার অজ্ঞান হয়েগেছিল প্রেমিক, জ্ঞান ফিরলে জলের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। শেষে প্রেমিকের বাড়ির লোকেরা উদ্ধার করে হাসাতালে ভর্তি করে। দীর্ঘ ২৯ দিন পর মারা গেল মহসিন মোল্লা। উত্তর ২৪ পরগণার বসিরহাটের হাড়োয়া থানার মেটোআইট গ্রামের ঘটনা। শাসনের রামেস্বরপুর গ্রামে যুবতীর বাড়ি। সেখানেই যুবকের উপর অত্যাচার করা হয়। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে শাসন থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে শাসন এবং হাড়োয়া থানার পুলিশ। 

Share this Video

চার বছরের প্রেমের পরিণতি মৃত্যু! ফোনে প্রেমিককে নিজের বাড়িতে ডেকে বেদম প্রহার, চার বার অজ্ঞান হয়েগেছিল প্রেমিক, জ্ঞান ফিরলে জলের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। শেষে প্রেমিকের বাড়ির লোকেরা উদ্ধার করে হাসাতালে ভর্তি করে। দীর্ঘ ২৯ দিন পর মারা গেল মহসিন মোল্লা। উত্তর ২৪ পরগণার বসিরহাটের হাড়োয়া থানার মেটোআইট গ্রামের ঘটনা। শাসনের রামেস্বরপুর গ্রামে যুবতীর বাড়ি। সেখানেই যুবকের উপর অত্যাচার করা হয়। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে শাসন থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে শাসন এবং হাড়োয়া থানার পুলিশ। 

Related Video