মহিলা নেশামুক্তি কেন্দ্রের আড়ালে মধুচক্রের অভিযোগ, ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার বালির নিশ্চিন্দায়
মহিলা নেশামুক্তি কেন্দ্রের আড়ালে মধুচক্রের অভিযোগ, ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার বালির নিশ্চিন্দায়। মহিলা রোগীদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ। দীর্ঘদিনের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসীরা। পলাতক মহিলা রিহ্যাব সেন্টারের মালিক। ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিস৷ তাদের সামনেই বেধড়ক মারধর করা হয় এক কর্মীকে। রিহ্যাব সেন্টারের মালিকের স্ত্রীর অভিযোগেই গ্রেফতার ১ জন। ঘটনাটি রিহ্যাব সেন্টারের মালিকের স্ত্রী সকলের সামনে আনেন। অভিযোগ, প্রচুর ছেলে-মেয়েদের ঢোকানো হত এবং সারারাত থাকার পর সকালে বেরত তারা। আজ সকাল থেকে শুরু হয় চিৎকার চেঁচামেচি,অবরোধ এবং মারধর। খবর পেয়ে ছুটে আসে নিশ্চিন্দা থানার পুলিস।
মহিলা নেশামুক্তি কেন্দ্রের আড়ালে মধুচক্রের অভিযোগ, ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার বালির নিশ্চিন্দায়। মহিলা রোগীদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ। দীর্ঘদিনের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসীরা। পলাতক মহিলা রিহ্যাব সেন্টারের মালিক। ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিস৷ তাদের সামনেই বেধড়ক মারধর করা হয় এক কর্মীকে। রিহ্যাব সেন্টারের মালিকের স্ত্রীর অভিযোগেই গ্রেফতার ১ জন। ঘটনাটি রিহ্যাব সেন্টারের মালিকের স্ত্রী সকলের সামনে আনেন। অভিযোগ, প্রচুর ছেলে-মেয়েদের ঢোকানো হত এবং সারারাত থাকার পর সকালে বেরত তারা। আজ সকাল থেকে শুরু হয় চিৎকার চেঁচামেচি,অবরোধ এবং মারধর। খবর পেয়ে ছুটে আসে নিশ্চিন্দা থানার পুলিস।