মানিকচক থানার বিশেষ অভিযানে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

মানিকচক থানার তৎপরতায় বানচাল হল বড় অপরাধের ঘটনা। ছিনতাই করার আগেই জেলের গারদে কুখ্যাত অপরাধী। বিশেষ অভিযানে গ্রেফতার দুষ্কৃতী আনোয়ার হোসেন। উদ্ধার হল একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি। বড়সড় ছিনতাইয়ের সুযোগে ছিল এই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার আইসি অভিযানে নামেন। রবিবার গভীর রাতে মানিকচকের রাজনগর। এলাকায় চলে এই অভিযান। তখনই পালাতে গিয়ে ধরা পরে দুষ্কৃতী আনোয়ার হোসেন। তল্লাশিতে তার স্কুটি থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি মেলে। আজ মালদা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ। 

Share this Video

ছিনতাই করার আগেই জেলের গারদে কুখ্যাত অপরাধী। বিশেষ অভিযানে গ্রেফতার দুষ্কৃতী আনোয়ার হোসেন। উদ্ধার হল একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি। বড়সড় ছিনতাইয়ের সুযোগে ছিল এই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার আইসি অভিযানে নামেন। রবিবার গভীর রাতে মানিকচকের রাজনগর। এলাকায় চলে এই অভিযান। তখনই পালাতে গিয়ে ধরা পরে দুষ্কৃতী আনোয়ার হোসেন। তল্লাশিতে তার স্কুটি থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি মেলে। আজ মালদা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ। 

Related Video