'মন কী বাত' নকল করেই 'দিদিকে বলো', মমতাকে কটাক্ষ বিজেপি-র, দেখুন ভিডিও

  • তৃণমূলের নতুন প্রচার কৌশল 'দিদিকে বলো'
  • প্রচার কৌশলকে কটাক্ষ করল বিজেপি
  • বিজেপি-কে নকল করেই প্রচার অভিযান, দাবি জয়প্রকাশ মজুমদারের

Share this Video

গ্রামে গ্রামে জনসমর্থন হারিয়েছে তৃণমূল। সেই কারণেই দলের নেতাদের গ্রামে গিয়ে রাত কাটানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই তৃণমূলের নতুন প্রচার কৌশল 'দিদিকে বলো'- কে কটাক্ষ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। শুধু তাই নয়, বিজেপিকে নকল করেই তৃণমূল এই নতুন প্রচার শুরু করছে বলে দাবি করেছেন বিজেপি নেতা। 

জয়প্রকাশবাবু আরও কটাক্ষ করে বলেন, 'মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের গ্রামে গ্রামে যেতে বলছেন। কিন্তু তাঁরা তৃণমূলের হয়ে যাবেন না বিজেপি-র হয়ে যাবেন সেটা বলেননি। কারণ তৃণমূলের সৎ জনপ্রতিনিধি যাঁরা, তাঁদের প্রায় সবাই তো বিজেপি-তে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন।'

Related Video