দেগঙ্গায় দেখা মিলল ট্যারান্টুলার, ছড়াল আতঙ্ক

পশ্চিমবঙ্গে সচারচর ট্যারান্টুলা দেখা যায় না। আর সেই ট্যারান্টুলারই যদি দেখা হঠাৎ করেই মেলে এখানে তবে কী হবে। আর ঠিক তেমনটাই হল এবার দেগঙ্গায়। ট্যারান্টুলা মিলল এবার দেগঙ্গায়। দেগঙ্গায় একজনের বাড়িতে দেখা যায় ট্যারান্টুলাটিকে। ট্যারান্টুলা দেখে আতঙ্কে পরিবার।

/ Updated: Mar 20 2022, 01:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পশ্চিমবঙ্গে সচারচর ট্যারান্টুলা দেখা যায় না। আর সেই ট্যারান্টুলারই যদি দেখা হঠাৎ করেই মেলে এখানে তবে কী হবে। আর ঠিক তেমনটাই হল এবার দেগঙ্গায়। ট্যারান্টুলা মিলল এবার দেগঙ্গায়। দেগঙ্গায় একজনের বাড়িতে দেখা যায় ট্যারান্টুলাটিকে। ট্যারান্টুলা দেখে আতঙ্কে পরিবার। ঝুঁকি নিয়ে তাঁকে বোতলবন্দী করেন বাড়ির গৃহকর্ত্রী। এমন ছবি ধরা পড়ল শনিবার সকালে দেগঙ্গার কার্তিকপুরের অনুপ নন্দীর বাড়িতে। অস্ট্রেলিয়ান এই ট্যারান্টুলা কী করে দেগঙ্গায় মিলল তার নিয়ে আতঙ্কগ্রস্ত নন্দী পরিবার। পরিবার জানিয়েছেন, এদিন ডলি নন্দী বাড়ির সামনে ফুলের গাছ পরিচর্যা করতে গিয়ে এই কালো রঙের লোম যুক্ত অদ্ভুত মকড়সা  দেখতে পান। পরে গুগল লেন্স ঘেঁটে ছবি দেখে ডলি নন্দীর ছেলে অরিজিৎ নন্দী  জানতে পারেন এটি ট্যারান্টুলা। সেখানে আরও ট্যারান্টুলা রয়েছে কী না বা কতগুলো আছে তারই ভয়ে এখন নন্দী পরিবার। পরিবারের পক্ষ থেকে বন দফতরের সাহায্যের আবেদনও করা হয়েছে বলে জানিয়েছেন অনুপ নন্দী।