সোনার দুর্গার বদলে এবার কলা বউয়ের পুজো পুরুলিয়া রাজবাড়িতে

রাঙামাটি পুরুলিয়ার (Purulia) রাজবাড়িতে এবারেও ব্যতিক্রমী দুর্গাপুজো। সোনার দূর্গা (Gold Durga) মূর্তির পরিবর্তে হবে কলা বউয়ের পুজো। করোনার কারণে পঞ্চাশ বছর ধরে চলে আসা নিয়মের বদল হয়েছে গত বছর থেকেই। এখানে বছরের ৩৬১ দিন ব্যাংকের লকারে বন্দী থাকেন মা দুর্গা। দুর্গা পুজোর সময় মা যান পুলিশি প্রহরায়। চারদিনের পুজো শেষে আবার ফিরে যান ব্যাংকের লকারে । প্রাচীন ঐতিহ্য ও আচারবিধি বজায় রেখে পুরুলিয়া জেলার জয়পুরের রাজবাড়িতে এভাবেই পুজো হয়ে আসছে। এই পুজোর অন্যতম আকর্ষণ হল সোনার দুর্গা মূর্তি। দুর্গা পুজোর টানা চারদিন জেলা পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে রাজ পরিবারে পুজো হয়। ১৬০০ সালে উজ্জ্বয়নী থেকে রাজা জয়সিংহ পুরুলিয়া এসে এই এলাকার মুন্ডা সর্দার খামার মুন্ডাকে হত্যা করে মুন্ডাদের ইষ্টদেবী খাঁড়াকে ছিনিয়ে নিয়ে, শক্তির দেবী হিসেবে বিনা মূর্তিতেই কলা বৌ হিসেবে পুজো করার রীতি প্রচলন করেন। তারপর পুড়ে ছাই হয়ে যায় গোটা ঘর। সেই সময় রাজা কাশিনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরী করে তাতে রুপার চালচিত্র লাগিয়ে মায়ের পুজো করবেন। এরপর থেকেই সেখানে পুজো শুরু হয়। 

/ Updated: Oct 06 2021, 11:44 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাঙামাটি পুরুলিয়ার (Purulia) রাজবাড়িতে এবারেও ব্যতিক্রমী দুর্গাপুজো। সোনার দূর্গা (Gold Durga) মূর্তির পরিবর্তে হবে কলা বউয়ের পুজো। করোনার কারণে পঞ্চাশ বছর ধরে চলে আসা নিয়মের বদল হয়েছে গত বছর থেকেই। এখানে বছরের ৩৬১ দিন ব্যাংকের লকারে বন্দী থাকেন মা দুর্গা। দুর্গা পুজোর সময় মা যান পুলিশি প্রহরায়। চারদিনের পুজো শেষে আবার ফিরে যান ব্যাংকের লকারে । প্রাচীন ঐতিহ্য ও আচারবিধি বজায় রেখে পুরুলিয়া জেলার জয়পুরের রাজবাড়িতে এভাবেই পুজো হয়ে আসছে। এই পুজোর অন্যতম আকর্ষণ হল সোনার দুর্গা মূর্তি। দুর্গা পুজোর টানা চারদিন জেলা পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে রাজ পরিবারে পুজো হয়। ১৬০০ সালে উজ্জ্বয়নী থেকে রাজা জয়সিংহ পুরুলিয়া এসে এই এলাকার মুন্ডা সর্দার খামার মুন্ডাকে হত্যা করে মুন্ডাদের ইষ্টদেবী খাঁড়াকে ছিনিয়ে নিয়ে, শক্তির দেবী হিসেবে বিনা মূর্তিতেই কলা বৌ হিসেবে পুজো করার রীতি প্রচলন করেন। তারপর পুড়ে ছাই হয়ে যায় গোটা ঘর। সেই সময় রাজা কাশিনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরী করে তাতে রুপার চালচিত্র লাগিয়ে মায়ের পুজো করবেন। এরপর থেকেই সেখানে পুজো শুরু হয়।