রাস্তায় উল্টে গেল মাছের গাড়ি, রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ল সামুদ্রিক মাছ

টায়ার ফেটে রাস্তায় উল্টে গেল মাছের গাড়ি। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে লক্ষাধিক টাকার মাছ। ১১৬ বি দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের জালালখাঁবাড় এলাকার ঘটনা। চাকা ফেটে গাড়িটি উল্টে যায় রাস্তায়। গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে সামুদ্রিক মাছ। অতিরিক্ত ওজন বহনের ফলেই এই ঘটনা দাবী স্থানীয়দের। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। মাছ রাস্তায় ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ভিড় জমায়। কিছু পরে পুলিশ এসে গাড়িটিকে সরিয়ে নেয়।

Share this Video

টায়ার ফেটে রাস্তায় উল্টে গেল মাছের গাড়ি। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে লক্ষাধিক টাকার মাছ। ১১৬ বি দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের জালালখাঁবাড় এলাকার ঘটনা। চাকা ফেটে গাড়িটি উল্টে যায় রাস্তায়। গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে সামুদ্রিক মাছ। অতিরিক্ত ওজন বহনের ফলেই এই ঘটনা দাবী স্থানীয়দের। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। মাছ রাস্তায় ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ভিড় জমায়। কিছু পরে পুলিশ এসে গাড়িটিকে সরিয়ে নেয়।

Related Video