ফের রাজ্যকে হেলিকপ্টার খোঁচা রাজ্য়পালের, তুললেন সমান্তরাল সরকার চালানোর প্রসঙ্গ

হেলিকপ্টার না পাওয়া নিয়ে ফের রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজপাল জগদীপ ধনখড়। মুর্শিদাবাদের ডোমকলে যাওয়ার আগে কৃষ্ণনগরের সার্কিট হাউসে নামেন রাজ্যপাল। সেখানেই তিনি বলেন,এই সময়তেই মুখ্যমন্ত্রী হেলিকপ্টার পাচ্ছেন। একজন রাজ্যের নির্বাচিত প্রধান হয়ে তাঁর এই সুবিধাটা পাওয়া উচিত। এই নিয়ে আমার কোনও আপত্তি নেই। 

/ Updated: Nov 20 2019, 06:53 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হেলিকপ্টার না পাওয়া নিয়ে ফের রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজপাল জগদীপ ধনখড়। মুর্শিদাবাদের ডোমকলে যাওয়ার আগে কৃষ্ণনগরের সার্কিট হাউসে নামেন রাজ্যপাল। সেখানেই তিনি বলেন,এই সময়তেই মুখ্যমন্ত্রী হেলিকপ্টার পাচ্ছেন। একজন রাজ্যের নির্বাচিত প্রধান হয়ে তাঁর এই সুবিধাটা পাওয়া উচিত। এই নিয়ে আমার কোনও আপত্তি নেই। কিন্তু যেভাবে রাজ্য সরকার আমার হেলিকপ্টারের দাবি নস্যাৎ করেছে সেদিকে নজর দেওয়া উচিত মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগও খণ্ডন করেন রাজ্যপাল। তিন বলেন,রাজ্যে তাঁর সমান্তরাল সরকার  চালানোর কোনও উদাহরণ সাংবাদিকরা দেখাতে পারবেন কি। তিনি কোথাও গেলে একজন পুলিশ সুপারও তাঁকে গ্রহণ করতে যান না। পরে কৃষ্ণনগর থেকে ডোমকলে এলে রাজ্যপালকে কালো পতাকায় দেখায় তৃণমূলের লোকজন।